ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে
সরকারি নীতিমালা লঙ্ঘন করে ১৬ বছর বয়সেই চাকরি !

 

চরফ্যাশন- ভোলা প্রতিনিধিঃ সরকারি-বেসরকারি নীতিমালা অনুযায়ী যেখানে বয়স লাগে ন্যূন্যতম ১৮ বছর। অথচ মাত্র ১৫/১৬ বছর বয়সেই বেসরকারি চাকরি নিয়েছেন এক ফ্যামিলি দুই ভাই।

এ ছাড়া এক ভাই এসএসসি পরীক্ষা অবস্থায় ১৫ বছর বয়সে চাকরিতে কাটিয়ে দিয়েছেন ১টি বছর,আরেক ভাই সদ্য যোগদানকৃত । এরূপ ঘটনা হয়ত ইতিহাস হয়ে থাকবে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে।

তবে প্রশ্ন থেকে যায় এই ১ বছরে কি কোনো কর্মকর্তার নজরে আসেনি যে সরকারি বিধিমালা ভঙ্গ করে চাকরিতে যোগদানের বিষয়টি?

অনুসন্ধানে জানা গেছে,ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির অন্তর্ভুক্ত দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের ইনডোর সাব স্টেশনের জন্য গত ৯ মার্চ ২০২৩ ইং তারিখে জেনারেল ম্যানেজারের স্বাক্ষরিত ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইডে নিরাপত্তা প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন অষ্টম পাস ও বয়সসীমা চেয়েছেন ন্যূনতম ১৮ বছর,এরই পরিপ্রেক্ষিতে একাধিক ব্যক্তি আবেদন করলেও অফিস কর্তৃপক্ষ সরকারি বিধি লংঘন করে জৈনিক মাইনুদ্দিন নামে এক শিশু ছেলেকে উক্ত পদে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ প্রদান করেন।

অনুসন্ধানে আরও জানা যায় নিরাপত্তা প্রহরী মাইনুদ্দিন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র তার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স ১৭ বছর,দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ এর এইচএসসি প্রথম বর্ষের ছাত্র তারও এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স ১৬ বছর নাম গিয়াস উদ্দিন একই সমিতির অফিস ক্লিনার হিসেবে দীর্ঘ এক বছর যাবৎ সরকারি নীতিমালা লঙ্ঘন করে চাকরি করতেছেন।

এ ব্যাপারে,সরকারি বেসরকারি চাকরিজীবী কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন,সরকারি বিধি মোতাবেক সরকারি বেসরকারি চাকরি পেতে হলে একজন ব্যক্তির বয়স হতে হবে ন্যূন্যতম ১৮ বছর। কিন্তু এই দুই ব্যক্তি বেলায় তা প্রযোজ্য হয়নি।

১৮ বছর বয়স না হলেও কিভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন এরূপ প্রশ্ন করা হলে গিয়াস উদ্দিন ও মাইনুদ্দিন বলেন অফিস কর্তৃপক্ষ সবকিছু বুঝেই চাকরি দিয়েছেন।

এ বিষয়ে বিআরইবি নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন,সরকারি-বেসরকারি চাকরি পেতে হলে একজন নাগরিকের ন্যূনতম বয়স হতে হবে১৮ বছর। তবে যেহেতু বিষয়টা আমি জানলাম উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করবো।

ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এর কাছে জানতে তার অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
আরো পড়ুন