চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে উদ্ধার করার পরে দেখা গেছে জীবিত মানুষ ভাসছিল ।
রবিবার ৩১মে উপজেলার দুর্লভপুর বেইলী ব্রীজের ৩ শো গজ দক্ষিনে পাগলা নদীতে এমন ঘটনা ঘটে । শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, রবিবার বিকেল সাড়ে ৫ টায় আরাফাত নামের স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদ দিলে সেই সংবাদের ভিত্তিতে আমরা শিবগঞ্জ থানা পুলিশ ৫:৪৫ টায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় নৌকা দিয়ে তাকে উদ্ধার করি।
উদ্ধারের পর সে জীবিত বুঝতে পেড়ে সেবা শুশ্রুসা করলে কিছুক্ষন পরেই লোকটি স্বাভাবিক হয় । লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল । এরপর লোকটিকে থানায় নিয়ে এসে তার সাথে কিছু কথা বলে জানতে পারি সে শ্যামপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকার বাসিন্দা ।
পরে স্থানীয় ইউপি সদস্য ফুলচাঁন আলীকে থানায় ডেকে উদ্ধারকৃত লোকের ভাগ্নে বাবু ও ভাগ্নে জামাই আবুল কাশেমের নিকট রাত সাড়ে ৮ টায় লোকটিকে বুঝিয়ে দেয়া হয়।