“আমি বেহায়া আমি জয় করবো”
-রুমা খান-
আমি বেহায়া
আমি তেজি
আমি মহা তেজি
আমি করবো জয়
করতেই হবে জয়।
জয়ের নেশা চোখে
আর টকবক করে
শিরা আর উপশিরায়।
আমাকে রুখবে কে
এসো আজ ঘুরিয়ে পৃথিবী।
সাধ্য নেই কারো
রুখবে আমায়।
আজ আমি দুর্বার
আজ অপ্রতিরোধ্য।
কিশোরীর মতো তেজ
সিপাহির মতো মনোবল।
আসো কে আসবে
তোমাকে ও পার করবো
জয় ছিনিয়ে আনবো
আমি বেহায়া
আমি তেজি
মহা তেজ আমার
আজ করবো জয় বিশ্ব।