ভোলার সদর থানার মোল্লা রোড এলাকা থেকে মোঃ আজিজ(২২) নামের এক যুবককে বিশ পিচ ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বুধবার(২০নভেম্বর) বিকাল ৫ টার দিকে পৌর ২ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ আজিজ ভোলা পৌর ৮ নং ওয়ার্ডের মো: ইব্রাহিম হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫ টার দিকে এসআই নাফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার মোল্লা রোড পৌর ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে বিশ পিচ ইয়াবাসহ মোঃআজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানায় তার নামে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।