প্রতিদিন বাংলাদেশ পত্রিকায় বরিশাল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ পারভেজ।
তার বাবার নাম মোঃ বাদল হাওলাদার,মাতার নাম মোসাঃ রুমা বেগম গ্রামঃ ছোনখলা,পোস্টঃ লালুয়া, থানা+ উপজেলাঃ কলাপাড়া, জেলাঃ পটুয়াখালী, বিভাগঃ বরিশাল।পারভেজ ২০১৪ সালে উত্তর লালুয়া ইউ,সি মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন।২০১৮ সালে খেপুপাড়া ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ৪বছর মেয়াদি ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেন।
তিনি ১বছর দৈনিক আলেকিত সকাল,দৈনিক মাকড়সা,ভোরের বার্তা, নয়া-আলো,দেশের নিউজ ২৪ ডটকম,বাংলাদেশ একাওর.কম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।