নিউজ ডেস্কঃ
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তৃতীয় দফায় আরও ৪৫ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ১০টি ট্রাকে করে এ ইলিশ রফতানি করা হয়।
এ নিয়ে ৩ দফায় ১২৬ টন ইলিশ রফতানি করা হলো ভারতে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি জানিয়েছেন, বাকি ৩৭৪ টন ইলিশ আগামী ১০ অক্টোবরের মধ্যে রফতানি করা হবে।