সেজুথীর “তুমি আর আমি”
"তুমি আর আমি"
"উম্মে তাবাসসূম সেজুথী"
তুমি ভোরের স্নিগ্ধ বাতাস
আমি মায়াবী বিকেলের শীতল নিস্তব্ধতা!!
তুমি বুক পকেটে লুকিয়ে রাখা প্রেমের চিরকুট
আমি খোলা আকাশে উড়িয়ে দেওয়া বেনামী চিঠি!
তুমি রিমঝিম বৃষ্টিতে ভেজা অদেখা জলময়ূর
আমি সবুজ ঘাসের ওপরে ছোট্ট শিশিরের কণা!!
তুমি ছুটে চলা দুরন্তপনা
আমি শান্ত-শিষ্ট চুপচাপ আহাজারী!!
তুমি কবিতার বই দিয়ে সাজানো লাইব্রেরী
আর আমি প্রেমের বসন্তমাখা রোম্যান্টিক উপন্যাস!!
তুমি হিমালয়ের হিমবাহ গলিত খরস্রোতা…
বিস্তারিত
বিস্তারিত