ফারহানা পারভীন জুঁইয়ের “পূর্ণতা”
পূর্ণতা
--ফারহানা পারভীন জুঁই--
আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যেত
ইচ্ছেগুলো মুক্ত বিহঙ্গের মত উড়তো না
মধ্যদুপুরে টলটলে পানিতে রোদের আলোরমত
চিকচিক করে জ্বলে উঠতো না।
এ জীবনে যদি তুমি না থাকতে
ইচ্ছেগুলো প্রায় মরেই যাচ্ছিল
শুষ্ক কুঞ্জেরমত তপ্ত রোদে ঝলসে
প্রখর রোদে পিপাসার্ত ঝিমুতে থাকা পাখিরমত।
অতি আপনজনের কাছেও পাইনি যে স্বাধীনতা
তুমি এসে…
বিস্তারিত