স্বভাব
….সুপ্তা চৌধুরী….
মাঝে মাঝে আমি ক্লান্ত হই
মাঝে মাঝে জ্বলে উঠি।
হঠাৎ কেন হয় এমন
আমি কখনও না বুঝি।
চলছে সময় কাটছে দিন
আমিই শুধু তুমিহীন।
কল্পনাতে আমার তুমি
অনেক বেশি তুলনাহীন!
সবার মাঝেও একাই আমি
প্রেম হয়েছে একাকীত্বে!
অনেক বেশি ভয় আমার
একটু তোমায় ছুঁয়ে দেখতে।
ভাগ্য কখনও দেয়নি সায়
শুনেছি শুধু মনের কথা।
তাইতো শুধু ঠকেই আছি
নিয়তি শুধু দিল ব্যাথা।
মনের কথা বোঝার মত
একটা মনের বড্ড অভাব!
কষ্ট পাওয়া হয়েছে তাই
আমার নিত্য দিনের স্বভাব।