বিড়ি খোর
….সুপ্তা চৌধুরী….
বিড়ি খোরের বিড়ির ধোঁয়ায়
পুড়ছে যে তার বুক!
কেও দেখে না পুড়া জ্বালা
দেখে শুধু পোড়া মুখ!
কালো ঠোঁট আর দুই আঙুল
বুঝে তার ব্যাথা,
কেও বুঝে না কেও জানে না
ক্ষত মনের শত কথা।
বিড়ির ধোঁয়ায় উড়ে যায়
কত ভাঙা স্বপ্ন,
আসলে তার পোড়া মন
নেয় না কোন যত্ন।
বিষন্নতার আগুণ জ্বলে
একটার পরে একটা!
তোমাদের কাছে নষ্ট ছেলে
বাজাও সমালোচনার ঘন্টা!
কখনও কি বুকটা চিড়ে
দেখেছো নাকি তার?
নিকোটিনের কালো রং এ
ভিতর এপার-ওপার।
মুখে হাসি মাথায় চিন্তা
রাত জেগে হয় ভোর,
তবুও সবাই ডাকে তাকে
নাম দেয় বিড়ি খোর!