“ভাল্লাগে না বৃষ্টি”
————————-
কথাগুলো কিন্তু গুছানো নয়,
জমানো মনের দুঃখ।
আকাশ ভেঙে বৃষ্টি নামলে,
মেজাজ টা হয় রুক্ষ।
ঝুমঝুমি বৃষ্টিতে ভিজতে,
হাতে ধরে হাত।
মনেপড়ে হারানো দিনগুলি,
কাটে নির্ঘুম রাত।
শ্বেতশুভ্র বৃষ্টির ফোটা ঝড়ে,
মুক্তো দানার মতন।
ভাবি,মেকি সম্পর্ক এতকাল,
করেছি যতন।
ভীষণ বিরক্ত লাগে কানে,
বৃষ্টির টুপটাপ শব্দ।
বাদলা দিনের স্মৃতি গুলি,
ক্ষনিক করে নিস্তব্ধ।
নদীর জলে পা ডুবিয়ে,
করতাম কত গল্প।
কষ্টগুলি হয় দীর্ঘস্থায়ী,
সুখের সময় অল্প।
বৃষ্টির জলে টইটম্বুর হয়,
দজলা গাঙের পানি।
অস্থির কানে বারংবার বাজে,
তোমার মিথ্যা বাণী।
বৃষ্টি আমার ভাল্লাগে না,
ভাল্লাগে না বাদলা দিন।
ভাল্লাগে না ভাবতে আমার,
তোমার কোন ঋণ।
ঘৃণা আমায় ঝেকে বসেছে,
বৃষ্টির প্রতিটি ফোটায়।
প্রেম নামের প্রহসন ঠেলে দিব,
যদি চরনে লুটায়।
কসম করে বলছি আমি,
কসম!বৃষ্টির কসম!
বৃষ্টির ফোটা শরীরে পড়লে,
দাড়ায় গায়ের পশম।
ঘৃনা করি ভালবাসা,
ঘৃনা করি প্রেম।
প্রেমের নামে ছলাকলার,
একেছি মনে ফ্রেম।