পৃথিবী আবার,
আগের রূপে ফিরবে কবে?
সুন্দর বসুধা,
আবার শস্য,শ্যামল হবে!
প্রানখুলে গাইবো,
আবার মুক্তির গান কবে?
অভিশপ্ত সময়টুকু,
আবার ইতিহাস হয়ে রবে!
দূরত্ব ঘুচে আবার,
কাছাকাছি আসবো কবে?
মিশে যাব আবার,
চিরচেনা কোলাহলে তবে।
ভালবাসার বন্ধন আবার,
অটুট হবে কবে?
অভিশপ্ত পৃথিবী আবার,
শান্ত হবে যবে।
নব উদ্যমে কর্ম আবার,
শুরু করবো কবে?
অন্নহীন ভূখা মানুষগুলো,
আবার খাদ্য পাবে তবে।
শ্বাসহীন জীবনে আবার,
অক্সিজেন পাবো কবে?
প্রানভরে আবার,
স্বাধীন নিশ্বাস নিবো যবে!
কেটে দাও গহীন রাত,হে দয়াময়,
মৃত্যুর এ মিছিল,প্রানে আর না সয়!