“হ্যাঁ এটাই আমি”
–শায়লা ইয়াসমিন–
ভাবছো তো
তোমার দোষ কি?
তোমার দোষ, তুমি সরলতা প্রকাশ করো!
ভাবছো তো
তোমার ভূল কি?
তোমার ভূল, তুমি সহজে অন্যকে বিশ্বাস করো!
ভাবছো তো
তোমার অপরাধ কি?
তোমার অপরাধ, তুমি মন থেকে ভালোবাসো!
ভাবছো তো
তোমার দুর্বলতা কি!
তোমার দুর্বলতা, তুমি আঘাত পাবার পরেও সম্মান করো!
হ্যাঁ এটাই আমি।