আসাদুর রহমান , শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ইস্রাফিল হোসেন (১২) নামে এক শিশু গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ জুলাই বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।
নিখোঁজ ইস্রাফিল হোসেন উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের সাহেব আলীর ছেলে।
এ ঘটনায় সন্তানকে ফিরে পেতে শার্শা থানায় একটি মিসিং ডায়েরি করেছেন শিশুটির পরিবার।
নিখোঁজ ইস্রাফিলের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অন্যান্য দিনের মতো বাড়ি থেকে বের হয় ইস্রাফিল। এসময় তার গায়ে নেভি ব্লু শার্ট ও পরনে ট্রাইজার পরা ছিলো।
ইস্রাফিলের পিতা সাহেব আলী বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা নাগাত বাড়িতে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়ে না পেয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে পরিবারের সাথে আলোচনা করে শার্শা থানায় একটি মিসিং ডায়েরি করেছি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি শিশুটর সন্ধান পান তাহলে ০১৪০১-৫০৬৬৮৪ ও ০১৯৩২-২৫৭৪৯৪ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ইস্রাফিলের পরিবার।