ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার দুপুরে লালমোহন ভূমি অফিস প্রাঙ্গনে অর্ধ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড, লেফটেন্যান্ট কমান্ডার তোহা আল তাসবির। নৌবাহিনীর ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, ১ কেজি আটা, ৫ কেজি চাল, ৫০০ গ্রাম সোলা, ৫০০ গ্রাম সুজি, আধা কেজি লবন, পিয়াজ, আধা লিটার সয়াবিন তৈল ও এক প্যাকেট বিস্কিট।
এসময় স্থানীয় সংবাদকর্মী ও নৌবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।