স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
একদিকে বৈশ্বিক মহামারী করোনার ঢেউ অন্যদিকে মাদকের ভয়াবহতা নিয়ে জাতি আজ উভয় সংকটে।দেশের এই উভয় সংকটকে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিরোধ করছেন যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
যশোর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সারাবছরই অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার নারায়নপুরের কোনাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ মোঃ তবিবার রহমান(৩৫), পিতা- মোঃ আব্দুর রব, গ্রাম- বোয়ালিয়া,থানা- বেনাপোল পোর্ট, জেলা – যশোরকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।