দেবব্রত মন্ডল, স্টাফ রিপোর্টার মনিরামপুর যশোর :- খুলনা বিভাগের যশোর জেলার প্রাণকেন্দ্র মশিয়াহাটী ৯৬ এলাকার রায়চরণ সেবা সংঘ বললেই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নারী পুরুষ মতুয়া ভক্ত বৃন্দ প্রণাম করেন।
আজ ১১/৭/২০২১ রোজ ররিবার মহিষদিয়া হেলার ঘাটের পাশে মহিষদিয়া বাজারে স্বাস্থ্য বিধি মেনে বিকাল ৫ ঘটিকায় রায়চরণ সেবা সংঘের উদ্যোগে কোভিড ১৯ আক্রান্ত রোগীদের সেবা এবং মৃত্যু বরনকারী লাশের সৎকারের জন্য প্রয়োজনীয় পি পি, মাস্ক, স্যানিটাইজার নওয়াপাড়া আরোগ্য সদন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা: মিলন বোস সংঘের সভাপতি বাবু চঞ্চল রায়ের হাতে তুলে দেন।
এসময় সংঘের ভক্ত বৃন্দ বাবু সুদিপ্ত দত্ত, বাবু দেবাশীষ রায়, বাবু কমলেষ মন্ডল, বাবু মিলন মন্ডল ডা:,বাবু অসীম সরকার বাবু অনুপ মল্লিক, বাবু শ্যামল মন্ডল, বাবু নিত্যানন্দ হালদার,বাবু বিপ্লব বৈরাগী সহ আরও অনেক ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। রায়চরণ সেবা সংঘের এই মহৎ উদ্যোগ এলাকায় চাঞ্চল্যকর ইতিহাস সৃষ্টি করেছে বলে এলাকার সচেতন মহল বিভিন্ন মত প্রকাশ করেন।।