দেবব্রত মন্ডল, জেলা সংবাদদাতা মনিরামপুর যশোর ;-
যশোরের মণিরামপুর উপজেলার মহিষদিয়ায় প্রতিবছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী ফুটবল খেলা বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১- শে জুলাই বিকালে উপজেলার আলিপুর প্রাইমারি স্কুল মাঠে বিবাহিত-অবিবাহিতদের মধ্যে এক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে
খেলায় অবিবাহিত ফুটবল ও বিবাহিত ফুটবল ৬-৪ গোলে বিবাহিতরা পরাজিত হয়েছে । ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা করেন ত্রীদিপ ধর। বিবাহিত ফুটবল দলের কোচের দায়িত্ব ছিলেন সাংবাদিক বাবু দেবব্রত মন্ডল , এবং অবিবাহিত দলের কোচের দায়িত্ব ছিলেন সাংবাদিক বাবু নিলয় ধর । খেলায় বিবাহিত ফুটবল দলকে হারিয়ে অবিবাহিত ফুটবল দল জয়লাভ করেন। খেলা শেষে স্বাস্থ্য বিধি মেনে পিকনিকের আয়োজন করবে এই মর্মে প্রতিনিধি কে বিস্তারিত জানিয়েছেন উক্ত ফুটবল টুর্ণামেন্টের আয়োজক বৃন্দ।।