নিলয় ধর, যশোর প্রতিনিধি:- যশোরে জলাবদ্ধ এলাকার ভবদহ অঞ্চলের পানি দ্রুত নিষ্কাশন এবং ভবদহ জলাবদ্ধতা নিরসন কাজের অগ্রগতি দেখতে আজ মঙ্গলবার দুপুরে (২৯ ডিসেম্বরে)
ভবদহ অগ্রগতি দৃশ্যমান উন্নয়নের কারিগরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি- মহোদয় সরেজমিনে পরিদর্শন করেন।
পাম্প সেট ত্বরান্বিত করতে মন্ত্রী মহোদয় ভবদহে
জি ও ব্যাগ দিয়ে গেট বন্ধ করণ সহ মেশিন স্থাপনার কাজ শেষ করতে এখনো কমপক্ষে দুই সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিদ্যুৎ লাইনের কাজটি সম্পন্ন্ হয়েছে।
জি ও ব্যাগ দিয়ে গেট বন্ধ করণ সহ মেশিন স্থাপনার কাজ শেষ করতে এখনো কমপক্ষে দুই সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিদ্যুৎ লাইনের কাজটি সম্পন্ন্ হয়েছে।
জানা যাচ্ছে যে, প্রথমত ২০টি ১২ ইঞ্চি ডায়া বিশিষ্ট ডেলিভারি পাইপের মেশিন বসবে ২টি স্লূইজ গেটে।
তবে গেটের উজানে নির্ধারিত পৌনে চার কিলোর খনন করার যে কাজ তা এখনো শুরু হয়নি। মন্ত্রী মহোদয় দ্রুত কাজটি শুরুর নির্দেশ দিয়েছেন।
তবে গেটের উজানে নির্ধারিত পৌনে চার কিলোর খনন করার যে কাজ তা এখনো শুরু হয়নি। মন্ত্রী মহোদয় দ্রুত কাজটি শুরুর নির্দেশ দিয়েছেন।
এই সময়ে উপস্থিত ছিলেন, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তা সহ স্হানীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগী এলাকার জনসাধারণ।