“বন্ধুর ভালোবাসা”
–ফখরুল ইসলাম–
বন্ধু কাছে এসে ভালোবেসে যাও
কতটা ভালোবাসি তুমি জেনে নাও।
স্বপ্নটা ছিল আমার তোমাকে ঘিরে
এখনো ভাবি তুমি আসবে ফিরে।
মায়াবী চোখ মেলে তুমি কাছে আসো
বুজে নিব কতটা আামায় তুমি ভালোবাসো।
জানি তুমি ফিরবে এখনো যে বিশ্বাস
তোমাকে ঘিরে আমার বেচে আছে নিশ্বাস।
বন্ধু কাছে এসে তুমি ভালোবেসে যাও
কত টা ভালোবাসি তুমি যেনে নাও।