“বাবা তুমি”
—পূরবী কায়সার—
“আমি যত অগোছালো
ভুলের অভিধান
বাবা তুমি সময় মতো
সহজ সমাধান।
জীবনের টানাপোড়েন
অজানা এই মন
আমার কবিতার ছন্দমালা
তোমার মাঝেই খুজিঁ।
বাবার কাছে হয়না বলতে
আমার মনের কথা
বাবা তুমি সবই বোঝ
আমার আবেগ গাঁথা।
বাবা মানে আনেক চাওয়া
বাবা মানে আনেক পাওয়া,
বাবা মানে ছোট্ট শুন্যতা
বাবা মানে আনেক পুনর্তা।
বাবা মানে ডাকছে আমায়
আজও সকাল সাঝেঁ
আমি বড় হইনি আজও
বাবা তোমার কাছে।
চিরদিনই থাকবে বলো
তুমি আমার সাথে
মা বলে ডাকবে বলো
সারাজীবন ধরে।
বেলা শেষে তুমি আজও
অনেক অভিমানী
কেউ না জানুক আমি জানি
তোমার সোনামণি। “