পূর্ণতা
–ফারহানা পারভীন জুঁই–
আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যেত
ইচ্ছেগুলো মুক্ত বিহঙ্গের মত উড়তো না
মধ্যদুপুরে টলটলে পানিতে রোদের আলোরমত
চিকচিক করে জ্বলে উঠতো না।
এ জীবনে যদি তুমি না থাকতে
ইচ্ছেগুলো প্রায় মরেই যাচ্ছিল
শুষ্ক কুঞ্জেরমত তপ্ত রোদে ঝলসে
প্রখর রোদে পিপাসার্ত ঝিমুতে থাকা পাখিরমত।
অতি আপনজনের কাছেও পাইনি যে স্বাধীনতা
তুমি এসে ইচ্ছে ডানা হয়ে উড়তে দিলে মুক্ত আকাশে।
নীল আকাশে যাদুরপাটিতে ঘুরার স্বপ্ন দেখেছি
তুমি সেই জাদুর পাটি হয়ে মেঘের ভেলায় ভাসিয়ে নিলে।
একটা সময় দেখেছি আমার স্বপ্নগুলো তুমিই দেখছো
তাই,সে স্বপ্ন পূরণে আমি এতটা ব্যকুল।
তোমাকে পেয়েছি বলেই এসেছে আমার পূর্ণতা।