পরী কেন মধ্য রাতে
…..বাদল রায় স্বাধীন…..
পরি তোমার মধ্য রাতে, কাটা হলো ডানা,
খুলে বলো সত্যিকারে, কত ছিলো বানা?
রাত দুপুরে কেন দরকার,দামী কস্টিউম,
আরো ছিলো তালাবন্ধ,বাংলো এসি রুম।
গায়ে তোমার হাত পড়লাে,মুখে পড়লো মদ,
এমন সুযোগ পেলে সকল,পুরুষ হবে বদ।
রাত দুপুরে পরী উড়লে,মাথায় চাপে ভুত,
সবার কাছে বিষয়টি তাই, লাগে অদ্ভুত।
ধর্ষন নাকি আপোষ এটা,হিসাব মেলেনা,
তাইতো প্রশ্ন ছুঁড়ে দিলাম,কত ছিলো বানা?
অন্য পরি শুধরে যেও,কালটা এখন কলি,
নয়তো হবে পর পুরুষের, লােভ লালসার বলি।