উল্লেখ্য, নভেম্বর মাসের শেষের দিকে তিনি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।
পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং ওইদিন রাতেই তাকে ঢাকায় পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়।