শনিবার বিশেষ ফ্লাইটের টিকেট কাটলেও গতকাল শুক্রবার দুবাইস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন আবু তালেব (৫৭)।
বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরসের বিস্তার ঠেকাতে সাধারণ ফ্লাইট বন্ধ রয়েছে।
৩০মে শনিবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট BG 4043 দুবাই থেকে যাওয়ার কথা রয়েছে।
দুবাই প্রবাসী চট্রগ্রাম রাউজনের আবু তালেবের আর দেশে ফেরা হলো না, তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে যানা যায়ে।
আবু তালেব চট্রগ্রাম জেলার রাউজান থানার গহিরা গ্রামের ধলই নগরের আব্দুল ওহাবের সন্তান।