———– পথশিশু———-
লেখকঃ মোঃ জাহাঙ্গীর আলম
ঈদের খুশী বিশ্ব জুড়ে-মনে আমার দুঃখ বয়ে–
পথের ধারে বৃক্ষতলে ভাবি বসে আপন মনে-,
এমন সময় জীর্ণ দেহে অবুঝ শিশু কিছু বলে-
দেখ সাহেব চেয়ে পিছু!ঈদে অন্ন নেই যে কিছু-
অবাগ হয়ে জিগায় তারে নামটি তোমার কি?
কোথায় থেকে এলে বাবা বলবে কিছু কি?
কচি চোখে অশ্রু ঝরে ক্ষুধার জ্বালায় পেটটা জ্বলে-
বাবা আমার নেইকো বেঁচে!
সৎ মায়ে রোজ দায় না খেতে–
পথে পথে ঘুরে বেড়াই পথেই আমার ঠাঁই-
সবাই আমার নাম দিয়েছে পথশিশু তাই।
বলছে কথা শুনছি আমি-বুকটা ফেটে যায়-
কোন দেশে বাস করছি আমি মানবতা নাই।
আমার শিশু তাদের মত থাকে মহা-সুখে
তারা কেন পায় না খাবার প্রশ্ন সবার কাছে?
শিশু ওঁরা পাপ করে না পাপী তবে কে?
কাদের ইচ্ছায় এমন শিশু পথে নেমেছে।
দাঁড়াই সবে তাদের পাশে আপন মনে করে
ঈদের খুশী সবার আগে জ্বলুক তাদের মনে
পথের মাঝে দেখলে শিশু করব আদর গিয়ে
অন্ন বস্তু দিব তাদের সঙ্গে করে নিয়ে,
চায়না ওরা বাড়ি গাড়ি হাতটা তাদের ধরি
মানব সেবায় নিজের জীবন সোনার মত গড়ি।