আগামী জানুয়ারিতে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। দুই সিটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। আজ কমিশন বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
যেহেতু এখনও সময় হয়নি তাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। ২০১৫ সালের ২৮ই এপ্রিল একসঙ্গে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। সিটি নির্বাচনে কোনো আইনী জটিলতা আছে কিনা এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কোনো আইনী জটিলতা আমরা এখনও দেখছি না।