কামরুজ্জামান শাহীন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার(৯ ডিসেম্বর) দুপুর ১ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতাল (সাবেক এপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
তিনি এক শোকবার্তায় বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি সারাজীবন বাংলাদেশের গনতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল ছিলেন, এদেশের আপামর কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের পক্ষে সোচ্ছার ছিলেন। তার মৃত্যু দেশ ও জাতীর জন্য এক অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরো পড়ুন