নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৮২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ২৯৮ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
রোববার (১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ১০ জন।