মোঃরিমন খান,সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে অটোরিকশা চুরির ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে সিলেটে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যকদর্শীরা জানান,খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিজয়নগর উপজেলা থেকে বুধবার দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করেন।
অটোরিকশাটির চালক বিজয়নগর উপজেলার বারঘুরিয়া গ্রামের নূর হোসেন (২৮)। রাত ১০ টার দিকে নূর হোসেন দুই জনকে সঙ্গে নিয়ে পুলিশের জিম্মায় থাকা অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।
ওই সময় দায়িত্বে ছিলেন হাইওয়ে থানার কনস্টেবল রহিম বাদশা। পরে রহিম বাদশা থানা ওসিকে জানান, ৫-৬ জনের একদল ছিনতাইকারী তাকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছেন। রাতে অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, কর্তব্যে অবহেলার অভিযোগে রহিম বাদশাকে প্রত্যাহার করা হয়েছে এবং নূর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।