র্যাব এগারো
————-
প্রাচ্যের ডান্ডিতে এসে
আদমজী ইপিজেড ঘেঁষে
খুঁজে পাবে এলিট ফোর্স র্যাব এগারো।
সন্ত্রাসী মাদক কারবারী
মরবে তারা ছাড়বে বাড়ি
নেই ঠাঁই এইখানে তাদের কারো।
নোয়াখালী লক্ষীপুর
কুমিল্লা আর চাঁদপুর
সন্ত্রাসীরা এসব জেলা ছাড়ো
জঙ্গিবাদে নাম লিখেছো
এতোদিনে কী শিখেছো?
ছাড়বে তোমায় সাধ্যতো নেই কারো।
সাগর কলার নরসিংদীতে
ইলিশ খাবে যাও মাওয়াতে
প্রয়োজনে ডাকো র্যাব এগারো,
আমরা আছি সাতটি জেলায়
মরো না কেউ অবহেলায়
ইচ্ছে হলেই র্যাব এগারোর সেবা পেতে পারো।