সংযুক্ত আরব আমিরাতে কোভিড -১৯ ,করোনা ভাইরাসে নতুনভাবে আক্রান্ত হয়েছে ৮৯৪জন, সুস্থ হয়েছেন ৯৪৬জন,মৃত্যুবরণ করেছেন ৪জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আরব আমিরাতে মোট আক্রান্তের সংখ্যা ২৬৮৯৪জন, মৃত্যুবরণ করেছে ২৩৭জন, সুস্থ উঠেছেন ১২৭৫৫জন।
সংযুক্ত আরব আমিরাতে এপর্যন্ত করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে ১.৫ মিলিয়ন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্প্রে কর্মসূচি চলবে।